ভিশন:

মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার ভিশন হলো কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদেরকে দ্বীনি ও দুনিয়াবি সমন্বিত শিক্ষায় গড়ে তোলা, যাতে তারা জ্ঞান, চরিত্র, নৈতিকতা ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে একটি আদর্শ নাগরিক এবং জাতি ও মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

মিশন:

মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ হলো

·        শিক্ষার্থীদেরকে ইসলামী মূল্যবোধ ও নৈতিক আদর্শে আলোকিত করা।

·        ধর্মীয় শিক্ষা ও আধুনিক সাধারণ শিক্ষার সমন্বয়ে সর্বাঙ্গীন জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করা।

·        শিক্ষার্থীদের জাগতিক দক্ষতা, প্রযুক্তি জ্ঞান ও গবেষণামুখী চিন্তাধারায় সমৃদ্ধ করা।

·        আত্মশুদ্ধি, পরোপকারিতা ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে সমাজ ও জাতির উন্নয়নে অবদান রাখা।

·        একটি আলোকিত, দীনদার, শিক্ষিত ও মানবকল্যাণে নিবেদিত প্রজন্ম তৈরি করা।