সুপারিনটেনডেন্ট এর বাণী
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين।
মানবজীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা ছাড়া জাতির অগ্রগতি
কল্পনা করা যায় না। ইসলামী শিক্ষার মূল ভিত্তি হলো কুরআন ও হাদীস, আর আধুনিক
বিশ্বের চাহিদা পূরণে প্রয়োজন জাগতিক বিজ্ঞান ও প্রযুক্তি। অতএব যুগোপযোগী শিক্ষা
হলো সেই শিক্ষা, যেখানে ধর্মীয় ও আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটানো হয়। কেননা এ সমন্বিত
শিক্ষার মাধ্যমেই গড়ে ওঠে আলোকিত মানুষ, যিনি পৃথিবীতে সত্য, ন্যায় ও কল্যাণ
প্রতিষ্ঠা করতে সক্ষম হন এবং পরকালেও মুক্তি লাভের পথ সুগম হয়।
মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা তার প্রতিষ্ঠালগ্ন থেকেই
শিক্ষার্থীদের সুদক্ষ, জ্ঞানসম্পন্ন ও নৈতিকতায় বলীয়ান মানুষ হিসেবে গড়ে তোলার
প্রয়াস চালিয়ে যাচ্ছে। আধুনিক তথ্য-প্রযুক্তির এই যুগে আমরা “ডিজিটাল বাংলাদেশ”
বিনির্মাণের সাথে সামঞ্জস্য রেখে মাদরাসার কার্যক্রমকে অনলাইনে আরও গতিশীল ও
সহজলভ্য করার লক্ষ্যে একটি ওয়েবসাইট চালু করেছি। এই ওয়েবসাইটের মাধ্যমে
শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষ সহজেই প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য ও সেবাসমূহ
পাবে—ইনশা-আল্লাহ।
আমি আশা করি, এ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা ও
ছাত্র-ছাত্রীরা পরিশ্রম, নিষ্ঠা ও আল্লাহর ভয়ে উদ্বুদ্ধ হয়ে একাডেমিক ও নৈতিক
উৎকর্ষ সাধনে নিরলস প্রচেষ্টা চালাবে। আল্লাহ তায়ালা যেন মোহাম্মদপুর দাখিল
মাদ্রাসাকে একটি দৃষ্টান্তমূলক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেন এবং এ প্রতিষ্ঠানের
সাথে সংশ্লিষ্ট সকলকে দ্বীনি ও দুনিয়াবি সফলতা দান করেন—আমীন।
والسلام عليكم ورحمة الله وبركاته
—
সুপারিনটেনডেন্ট
মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা
মহারাজপুর,
চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ