১৪ ই ডিসেম্বর দিনটি বাঙ্গালী জাতির কাছে ‘শহীদ বুদ্ধিজীবি দিবস” হিসেবে পরিচিত যা যথাযোগ্য সম্মান ও মর্যাদার সাথে প্রতি বছর পালন করে জাতি। ১৯৭১ সালের এই দিন পাকিন্তানী হানাদার বাহিনী দেশের প্রতিভাবান ও ভবিষ্যত গঠেনের রুপকার বাঙ্গালী সন্তানদেরকে পরিকল্তিভাবে খুঁজে খুঁজে ধরে এনে ঢাকার উপকন্ঠে রায়ের বাজারে গণহত্যা করে। তারা হয়ত ভেবেছিলো দেশের প্রতিভাবান ও ভবিষ্যত রুপকারদেরকে হত্যা করে বাঙ্গালী জাতীকে মেধাশুণ্য করতে পারবে কিন্তু না তারা পারেনি বরং বাঙ্গালী জাতী জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে অনবদ্য অবদান রেখে চলেছে তা আজ পুরো বিশ্ব চেয়ে দেখছে।